"শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণে যারা অবদান রেখেছেন, তাঁরা ধন্য, তাঁরা মহান" যোগী আদিত্যনাথ



নিউজ ডেস্ক: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে এদিন অযোধ্যায় আগমন হয়েছিল দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথির। সকল অতিথিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। অযোধ্যার রাম মন্দির থেকে জনগণের উদ্দেশে তিনি বলেন, "আজ সবার মনে রামের নাম, গোটা দেশ রামময় হয়ে উঠেছে। সম্ভবত বিশ্বের আর কোনও দেশে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে তাদের ঈশ্বরের জন্মভূমিতে মন্দির নির্মাণের জন্য এত সংগ্রাম করতে হয়নি। আজ, সমস্ত সাধু-সন্ন্যাসীদের সংগ্রামের পর, সেই শুভ মুহূর্ত এসেছে। ভগবান রামের মন্দির সেই জায়গাতেই তৈরি হয়েছে, যেখানে আমরা তা নির্মাণের সংকল্প করেছিলাম। এই জন্য, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্দির নির্মাণে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।"

তিনি আরও বলেন, "আজ আমরা গর্ভগৃহে রামলালার অতিপ্রাকৃত রূপ দেখেছি। যে কারিগর রামের এই রূপ তৈরি করেছেন, আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আমাদের মনে রামের যে রূপ ছিল, সেই রূপই তিনি এই মূর্তিতে ফুটিয়ে তুলেছেন। শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণে যারা অবদান রেখেছেন, তাঁরা ধন্য, তাঁরা মহান। আজ সবাই অযোধ্যায় আসতে চাইছে। দেখে মনে হচ্ছে আজ যেন অযোধ্যায় ত্রেতাযুগের মহিমা নেমে এসেছে।"

প্রধানমন্ত্রীর দূরদর্শিতা প্রসঙ্গে তিনি বলেন, "অযোধ্যায় শুধু মন্দির নয়, বিমানবন্দর তৈরি করা হয়েছে। অযোধ্যায় ৪ লেনের রাস্তা তৈরি করা হয়েছে। সরায়ু নদীতে ক্রুজ চলছে। এই সব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা এবং নেতৃত্ব ছাড়া সম্ভব হত না। আজ উত্তর প্রদেশের ডাবল ইঞ্জিন সরকার অযোধ্যায় উন্নয়নের অনেক কাজ করছে। এই শহরকেও সৌর নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটা শুধু শহর বা তীর্থযাত্রার বিজয় নয়, এটা ভারতের সত্যমেব জয়তে-এর ছবি। এটা জনগণের আস্থার জয়।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন