ধোনির পর এবার রাম মন্দিরের আমন্ত্রণপত্র পেলের বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

নিউজ ডেস্ক:  রাম মন্দির উদ্বোধন নিয়ে হৈচৈ সরা ভারতবর্ষে। ২২শে জানুয়ারী উপস্থিত থাকতে চলেছেন বহু বলিউড তারকা সহ রাজনীতিবিদরা। প্রথমে ৬ থেকে ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা হলেও, বর্তমানে তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজারে। তার মধ্যেই আমন্ত্রণ পেলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।  

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। বিরাট কোহলির পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী, সচিন তেন্ডুলকর ও ভেঙ্কটেশ প্রসাদ।   জানা গিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ নিয়েই ব্যস্ত কোহলি। বেঙ্গালুরুতে রয়েছে তৃতীয় ম্যাচ। কিন্তু রাম মন্দির ট্রাস্টের তরফে পাঠানো এই আমন্ত্রণপত্র স্বয়ং গ্রহণ করেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।

উল্লেখ্য যে, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অমিতাভ বচ্চন সহ অক্ষয় কুমার ও আরও অনেকে। এদের মধ্যে অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে সেদিন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন