নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পে বিপুল সংখ্যক মানুষকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বর্ধমানে গিয়ে তিনি জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নে কী কী কাজ করেছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা না দেওয়া সত্ত্বেও কীভাবে রাজ্যের মানুষের জন্য লড়াই করে চলছেন। সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, “কিছু রাজনৈতিক দল আছে। যাদের কোনও কাজ নেই। রোজ টেলিভিশন খুললেই দেখি ভাল করে পাউডার মেখে বসে পড়েছে। ভাড়া করে সবাই সেজেগুজে বসছে। মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও যে লিপস্টিক লাগায়…।”
এর পাশাপাশি তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, "তোমরা চোখে দেখতে পাও না? যখন জিনিসের দাম বাড়ে, তখন কোথায় থাক? যখন গ্যাসের দাম বাড়ে তখন কোথায় থাক?"