নিউজ ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচনে। আর সেখানে হাইভোল্টেজ আসন হিসাবে দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার। এখান থেকে নির্বাচনে লড়াই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে লড়াইয়ের কথা জানিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিজেপিও পিছিয়ে না থেকে কোনো বড়ো প্রার্থীর কথা ভাবছে সেখানে। তবে এই নিয়েই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই সম্পন্ন হওয়া ভোটার তালিকায় গরমিল করা হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ডায়মন্ড হারবারে ১৮ থেকে কুড়ি হাজার বিজেপি কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
শুভেন্দুর দাবি, "বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে যারা সক্রিয় কর্মী তাঁদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। বাড়ি থেকে পনেরো কিমি দূরে নাম তোলা হয়েছে।" তিনি আরও বলেন যে ব্যাপকভাবে এখানে গরমিল করা হয়েছে। "আমরা এটা ছাড়ব না। এসব চলবে না। ফলতার বিডিওকে বলে রাখলাম, দরজা পরিষ্কার করে রাখুন আপনার কাছে যাচ্ছি, যে কোন দিন। ভাইপো কে ওখানে হারাবো। বিজেপি জিতবে ভাইপো থার্ড হবে।’'