নিউজ ডেস্ক: আগামী বুধবার বালুরঘাটের স্কুলগুলিতে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বালুরঘাটের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেওয়ার সময় বলেন, "কন্যশ্রীর বন্ধুরা আছেন না চলে গিয়েছেন। স্কুল আছে তো কাল সকালে? কালকে কী বার, বুধবার। কাল তোমাদের কোনও পরীক্ষা নেই তো? তোমাদের স্কুলে কি ছুটি পড়েছে? মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য। মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে। কাল থেকে? বৃহস্পতিবার থেকে? তাহলে কালকে বুধবার, যে সব স্কুলগুলো আজকে জয়েন করেছে, বালুরঘাটের সমস্ত স্কুলকে কাল ছুটি দিয়ে দিন, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ওদের, অনেকটা যেতে হবে। বৃহস্পতিবারের পরিবর্তে তোমরা কাল থেকেই ছুটি পেয়ে গেলে।"
এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আইএএস - আইপিএস হতে হবে। আমার সংখ্যালঘু ভাইবোনেরা জেনে ৩ লাখ মেধাশ্রী দিয়েছি। দুর্গাপুজো থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে, সব উৎসব আমরা পালন করি। এনআরসি আমরা এখানে করতে দেব না। মনে রাখবেন এনআরসি আমরা রুখব। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে। বিএসএফ কার্ড বিলি করছে। বলছে এই কার্ড নিতে হবে। আমি ডিএমকে বলব, যারা এপাড় থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন। বিএসএফ-এর কার্ড ওরা নেবে না। কারণ বিএসএফ-এর কার্ড নিলে এপাড় থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না।"