নিউজ ডেস্ক: বুধবার বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "চাকরি রেডি আছে। সিপিএম – কংগ্রেস বিজেপি মামলা করে চাকরি আটকে রেখেছে।" এদিন তিনি বলেন, "মহামান্য আদালতের কাছে আবেদন করব, প্লিজ নতুন ভেকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন।"
তিনি আরও জানান, "টিচারের পদ আমাদের রেডি আছে। কয়েক হাজার টিচার আমরা নেব। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা। সিপিএম – কংগ্রেস – বিজেপি, রাম – বাম- শ্যাম। তাই ইয়ং ছেলেদের চাকরি - বাকরি আটকে রেখে দিয়েছে। নইলে ৬০ – ৭০ হাজার ছেলেমেয়ে শুধু স্কুলে চাকরি পেতেন। রেডি করে বসে আছি। আওয়জ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে আদালত সংশোধন করুক। আমার কোনও এ নেই। কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য যে ভেকেন্সিগুলো আছে অবিলম্বে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। কারণ ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন।"