নিউজ ডেস্ক: মালদাবাসীদের জন্য সুখবর। মালদা টাউন থেকে সরাসরি পঞ্জাবে যাওয়ার জন্য চালু হল ‘ভাতিন্ডা এক্সপ্রেস’। যা উত্তরপ্রদেশের অযোধ্যা হয়ে যাতায়াত করবে। এর ফলে মালদা বাসীদের পাশাপাশি, উত্তরবঙ্গের মানুষরাও রামমন্দির দেখতে যেতে পারবে। জানা গেছে, ‘ভাতিন্ডা এক্সপ্রেস’টি মালদা থেকে পঞ্জাবের ভাতিন্ডা পর্যন্ত যাবে। তবে সপ্তাহে তিনদিন যাবে সুলতানপুর দিয়ে ও চারদিন যাবে অযোধ্যা হয়ে।
ভাতিন্ডা এক্সপ্রেস রবি, মঙ্গল, বুধ ও শুক্রবার অযোধ্যা হয়ে পাঞ্জাবে যাবে। প্রতিদিন রাত ৭টা ৩৫ মিনিটে মালদা থেকে ছাড়বে ট্রেনটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালদা থেকে প্রচুর মানুষ ব্যবসায় ও অন্যান্য কাজে পঞ্জাবে যান। এত দিন মালদা থেকে পঞ্জাবের মধ্য সরাসরি কোনও ট্রেন ছিল না। সেই চাহিদা পূরণ করবে ভাতিন্ডা এক্সপ্রেস। প্রয়োজনে পঞ্চাবে যাওয়া এবং আসার ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না। এই ট্রেনটি চালু হওয়ার ফলে শুধু মালদা নয় আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন।