নিউজ ডেস্ক : আগামীকাল অর্থাৎ সোমবার রামমমন্দিরে হতে চলেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠান। আর ওই অনুষ্টানের জনক খুশির বন্যা পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষীদের মধ্যে। তার কারণ এই জেলা থেকেই রাম মন্দিরের জন্য লক্ষ লক্ষ টাকার ফুল গেল অযোধ্যায়। দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে পূর্ব মেদিনীপুর থেকে সরাসরি ফুল কিনছেন। মূলত সমগ্র মন্দিরটি সুন্দর ভাবে সাজানোর জন্য এই ফুল পৌঁছেছে সেখানে। যদিও আগামীকাল রামমন্দির উদ্বোধন হলেও, তার আগে থেকেই রামমন্দিরে পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, রামমন্দির সাজানোর জন্য চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল ব্যবহার করা হয়েছে। যার একটি বড় অংশের জোগান দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম। উল্লেখ্য যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ২৫-৩০ রকমের ফুলের চাষ হয়। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণে। এছাড়াও পাঁশকুড়া থেকে কয়েক হাজার গ্ল্যাডিওলাস ফুল গেছে রাম মন্দিরে। শুধু রামন্দিরে নয় এখানকার ফুল দিয়েই রাজ্যজুড়ে বিভিন্ন মন্দিরে পুজোর জন্য ফুলের যোগান এখন থেকেই হয়।