নিউজ ডেস্ক: একেই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ হেরে গিয়েছে ভারত। তারউপর আবার বড় ধাক্কা লাগলো ভারতের শিবিরে। চোটের কারণে টিম থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাডেজা ও কে এলে রাহুল। প্রথম টেস্ট ম্যাচ হারার পর, বিশাখাপত্তনমে সিরিজ ১-১ করার চেষ্টা করবে রোহিত শর্মার দল। কিন্তু তার আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা এদিকে আবার কে এল রাহুলও বাদ পড়লো দল থেকে। তবে এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।
বিসিসিআই (BCCI) এর পক্ষ থেকে সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে দলের দুই তারকা ক্রিকেটারের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। একইসঙ্গে তাঁদের দু’জনের বদলি হিসেবে তিন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। সূত্র অনুযায়ী, লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।