নিউজ ডেস্ক: কিউআর কোড যুক্ত বিশেষ নাম্বার প্লেট টোটোতে লাগানো এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে বাঁকুড়া শহরে। বাঁকুড়া পুরসভা ও জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় চালু করা হল ই- রিক্সা ম্যানেজমেন্ট সিস্টেম। গত ২৬ শে জানুয়ারী টোটো ম্যানেজমেন্ট সিস্টেমের আনুষ্ঠানিক সুচনা করা হয়। এদিন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জিএবং পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এই সিস্টেমের শুরু করেন।
এর ফলে একদিকে যেমন ট্রাফিক পুলিশ সহজে অ্যাপের মাধ্যমে শহরে টোটোর গতিবিধির ও যানজট নিয়ন্ত্রণের করতে পারবেন, অন্যদিকে একটি এলাকায় কত টোটো দাঁড়িয়ে আছে বা কোথায় টোটোর কারণে জ্যামের সৃষ্টি হয়েছে,এসবের নজরদারিও চলবে। এর ফলে সব থেকে বেশি সুবিধা হয়েছে যাত্রীদের। এবার থেকে টোটোয় উঠলে কিউআর কোড স্ক্যান করে টোটোর চালক,মালিকের নাম থেকে নাম্বার পেয়ে যাবেন। ভুলবশত টোটোতে কোনো জিনিস ফেলে আসলে, টোটোর চালক কোন খারাপ ব্যবহার করলে বা বেশি ভাড়া দাবি করলে কিংবা স্ট্যান্ডে দাঁড়িয়েও না যেতে চাইলে পুলিশের কাছে কিউ আর কোড পাঠিয়ে অভিযোগ করলেই মুহুর্তের মধ্যে পুলিশ ব্যবস্থা নিতে পারবে।
এই ব্যাপারে, পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, "কেবল টোটোর যাত্রীরাই নন,পুলিশেরও অনেক সুবিধা হবে। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি টোটোর মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হলে তা মুহুর্তের মধ্যে পুলিশ ট্রাক করতে পারবে"।