নিউজ ডেক্স : ইতিহাসের সব রেকর্ড ভাঙলো গঙ্গাসাগর মেলা। ২০২৪ সালে আগত পুণ্যার্থীর সংখ্যা এক কোটি পেরোলো। এবছর যাতে মেলায় কোনো রকম অসুবিধা না হয় ও যাতে সবাই পুজো দেখতে পারে তাঁর জন্য কপিলমুনি মন্দিরের পুজো ও অরুতি সরাসরি সম্প্রচার করার জন্য বসানো হয়েছে ১৯টি জায়ান্ট স্ক্রিন।
পুলিশ সূত্রে খবর, এবছর ১২,৮৭৩ জন তীর্থযাত্রী আত্মীয়দের থেকে আলাদা হয়ে পড়েছিল। পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়াসে আপাতত ১২,৮১৭ জনকে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মেলায় ভক্তদের পাশাপাশি চোরেদের ও উপদ্রব কম নয়। সোমবার পর্যন্ত ৩৪১টি পকেটমারির ঘটনা ঘটেছে। যার মধ্যে ৩৩২টি ক্ষেত্রে হারিয়ে যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও অপরাধমূলক কাজের না জন্য ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল ১১ টায় হতে চলেছে স্বচ্ছ গঙ্গাসাগর অভিযান। এই বছর গঙ্গাসাগর মেলার প্রথম দিনেই উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়