নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে, বহরমপুরের সভা থেকে আসন রফায় জটিলতা নিয়ে বামেদের দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সিপিএমকে বিজেপির দালাল বলেও আক্রমণ করেছেন। মমতা মনে করছেন, কংগ্রেসের সঙ্গে তাঁর দলের ভাল বোঝাপড়া ছিল। কিন্তু সিপিএম সেই বোঝাপড়া নষ্ট করেছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর।
তাঁর দাবি, “সিপিআইএম বিজেপির এক নম্বর দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের ভাল আন্ডারস্ট্যান্ডিং ছিল। সিপিআইএম নষ্ট করেছে।” তিনি যোগ করেন, “আমরা মালদার ২টো আসন দিতে চেয়েছিলাম। ২টো আসনেই জিতিয়ে দিতাম।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “মমতার কোনও আক্রমণের, কোনও কথার গ্রহণযোগ্যতা নেই। জোট এমনিও হবে না, ওমনিও হবে না। তাই যা খুশি বলছে। বিজেপি এই বিতর্কে কেন থাকতে যাবে? এর উত্তর সিপিএম দেবে, কংগ্রেস দেবে। এ নিয়ে আমাদের উৎসাহ নেই। মানুষেরও উৎসান নেই।”