ডানকুনি,10 জানুয়ারি: ডানকুনি সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসায় মাওঃ আবুল বাসার সিদ্দিকী সাহেবর বিদায় অনুষ্ঠান হয় গত ১০ ই জানুয়ারি বুধবার ।
এই অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ফুরফুরা শরীফের পীরজাদা মাওঃ মহঃ সাওবান সিদ্দিকী সাহেব। অনুষ্ঠান শুরু হয় মাদ্রাসা ছাত্রদের কোরআন কারীমের বিশেষ অংশ পাঠের মাধ্যমে।
উদ্বোধনী বক্তব্যে রাখেন প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক জনাব সৈয়দ সাফাকাত হুসাইন সাহেব। তিনি আলোচনায় তুলে ধরেন ডানকুনি সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অতীতের ইতিহাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা এডুকেশন হুগলির এস আই অফ স্কুলস মাননীয় আরিফ হোসেন সাহেব এবং উপস্থিত ছিলেন এলাকার আরো গুনীজনরা।সকলেয় অশ্রুসিক্ত হয়ে বিদায় সংবর্ধনা তুলে দেন আবুল বাসার সাহেবর হাতে। বর্তমান ছাত্র ছাত্রীরাও উপহার দেন তাদের প্রিয় শিক্ষক কে। এবং প্রাক্তনী ছাত্র ছাত্রীরা মিলে তাদের প্রিয় শিক্ষক কেও উপহার তুলে দেন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।