নিউজ ডেস্ক: আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের সমাস্ত ছুটি বাতিল করা হবে বলে খবর | এমনকি এর মধ্যে পড়ছেন আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও। নবান্নের সূত্রখবরে জানা যাচ্ছে আগামী ২০ জানুয়ারি থেকে জনসংযোগ প্রোগ্রাম শুরু হওয়ায় শনিবারেও অফিসে উপস্থিত হতে হবে কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের যে জনসংযোগ প্রোগ্রাম সোমবার থেকে শনিবার , প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত । নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে দুই থেকে তিন জন সরকারি কর্মচারী এবং অফিসাররা কাজ করবেন। এমনকি উর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ ছুটি নিতে পারবেন না। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না ৷