নিউজ ডেস্ক: মৃণাল সেনের ১০০তম জন্মদিনের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন, বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি না আসতে পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়। আর সেই অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এই মুহূর্তে তিনি লেক গার্ডেন্সে তাঁর মেয়ের বাড়িতে রয়েছেন ।
সংবাদমাধ্যমকে মাধবী মুখোপাধ্যায় বলেন, "মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিনের অনুষ্ঠান। আমি তাই না করতে পারিনি। ওরাঁ মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল, মিঠুনের আসার কথা ছিল। ও আসতে পারেনি বলে আমি যাই। কিন্তু কী অবস্থা দেখুন না, ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি।" তিনি যোগ করেন, "যে অনুষ্ঠানটি হয়েছিল, সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল। মাথার উপর ছাওনি নেই, খোলা মাঠে হুহু করে ঠাণ্ডা হাওয়া বইছে। আর আমার তো বয়স হয়েছে। শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে। খুবই অসুস্থ হয়ে পড়ি।"