দিবা-রাত্রী ফুটবল উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা ফুরফুরায়


সেখ আব্দুল আজিম, ৮ই জানুয়ারি: ফুরফুরা YMA মাঠে আবারও চ্যাম্পিয়ন এ আলি এন্টার প্রাইজ, পরপর দুইবছর রানার্স হল জহর পোর্টিং ক্লাব। এ আলি এন্টারপ্রাইজ পরপর দুইবছর চ্যাম্পিয়ন হওয়ায় দারুন খুশি টিম ম্যানেজার আব্বাস আলি অন্যদিকে পরপর দুবছর ফাইনাল ম্যাচে টসের মাধ্যমে হেরে মনভঙ্গ জহর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইয়াসিন মোল্লার। ফুরফুরা YMA মাঠের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উন্মাদনা বিগত সব বছরকে ছাড়িয়ে গিয়েছিল আর তারই প্রভাব পড়ে মাঠে, রেকর্ড দশ হাজার দর্শক উপস্থিতিতে সম্পন্ন হল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সফলভাবে শেষ করতে পারায় খুশি ফুরফুরা YMA ক্লাব কর্তারাও।

 এদিন ফুরফুরা YMA মাঠের প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে জাঙ্গীপাড়া পুলিশের একটি প্রদর্শনীমূলক ম্যাচও হয়, অমীমাংসিত ম্যাচটি টাইব্রেকারে গড়ালে জাঙ্গীপাড়া থানার ওসি অনিল কুমার রাজ অনবদ্য দুটি সেভ দিয়ে জয় ছিনিয়ে নেন। এদিন এই মঞ্চ থেকে ফুরফুরা YMA মাঠের প্রাক্তন প্লেয়ারদের সংবর্ধনা জানানো হয়, ক্লাবের প্রাক্তন প্লেয়ার কাজী মহঃ ফেরদওস জানান ক্লাবের এই সম্মাননা ও ব্যবস্থাপনায় তিনি খুশি৷ পাশাপাশি ক্লাব সভাপতি সামিম আহমেদ ও ক্রীড়া সম্পাদক কাজী হেদায়েতুল্লা জানান টুর্নামেন্টটি তারা সফলভাবে শেষ করেছেন৷ এদিনের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল মাঠ জুড়ে। মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন