নিউজ ডেস্ক : আজ, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর বাসভবন সিমলা স্ট্রিটে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল সেখানে পৌঁছান অভিষেক। এদিন অভিষেক ব্যানার্জী কাউকে উদেশ্য না করে নিজের মত প্রকাশ করেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, "আমি কোনওরকম কোনও রাজনৈতিক কথা বলব না। আমি কোনওদিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনও রাজনৈতিক কথাবার্তা বলি না। কারণ এটা অশোভনীয়, অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটূ। কেউ যদি এসে কোনওরকম রাজনৈতিক কথা বলে, এটা তাঁর রুচি, শিক্ষার পরিচয়।"
এদিন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বিশাল উচ্চতার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি বর্ষীয়ান মহারাজকে শাল ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। তাঁকেও পালটা উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করেন মহারাজ। এদিন তাঁর যাত্রায় সঙ্গী ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ শান্তনু সেন।