নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচর, আর তার ঠিক আগেই বিতর্কের মধ্যে পড়লেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকী। এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেয় বৌবাজার থানার পুলিশ। খবর অনুযায়ী, তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায় করা হয়েছে।
অভিযোগের পর ব্যাঙ্কশাল আদালতে তাঁকে হাজিরা দিতে হয় ও জিজ্ঞাসাবাদ করায়, মামলার রায় নাউসাদের বিপক্ষে যায়। লোকসভা নির্বাচনের আগে এমন দাগ প্রভাব ফেলবে তাঁর নির্বাচনে। প্রসঙ্গত শুধু এ বছরের লোকসভা নির্বাচনের আগেই নয়, গত বছরে পঞ্চায়েত ভোটের আগেও নওশাদ এর বিরুদ্ধে নিউটাউন থানায় এক মহিলা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ে করা হয়।