নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবে আসবেন বাংলায় এই নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর আসার অপেক্ষায় রয়েছেন বিরোধী দলের নেতারা। বিজেপি সূত্রে খবর, সঠিক তারিখ এখনও পর্যন্ত ঠিক না হলেও ফেব্রুয়ারি মাসে তাঁর আসার সম্ভাবনা রয়েছে।
এই ব্যাপারে বিজেপির এক সাংসদ বলেন, "এখনও সূচি চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি পরিকল্পনাস্তরে রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও মোদীজি কলকাতায় এসে ব্রিগেড সমাবেশ করেছিলেন। তাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি যদি ব্রিগেড সমাবেশে ভাষণ দেন সেটা দলের নেতা–কর্মীদের অনেক বেশি চাঙা করবে। এটা নিয়ে আলোচনা হয়েছে।" এদিকে লোকসভা নির্বাচনের আগে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত সেই নিয়ে ব্যাস্ত রয়েছেন তিনি। এমন তাই জানা যাচ্ছে।