নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের থানের বিষ্ণুনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড । কিন্তু সেই অগ্নিকাণ্ড শর্ট সার্কিটের কারণে ঘটেনি । জানা যাচ্ছে দুষ্কৃতীরা গ্যাসকাটার দিয়ে এটিএম লুটের চেষ্টা করে । যার জন্য মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এটিএমে। এই অগ্নিকান্ডের ফলে এটিএমে থাকা নগদ ২১ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু নগদ ২১ লক্ষ টাকা বাঁচানো সম্ভব হয় না। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১ টা থেকে ২ টোর মধ্যে ৷ দুষ্কৃতীরা এটিএমের শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং এটিএমের ভেন্ডিং মেশিন খোলার জন্য তারা গ্যাস কাটার ব্যবহার করে। সেই মূহুর্তে আগুনের সংস্পর্শে চলে আসে এটিএম মেশিন। ফলে তাতেই এটিএমের ভিতরে থাকা নগদ টাকা পুড়ে যায়। ব্যাঙ্কের এক কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকান্ডের ফলে এটিএম মেশিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিএমের ভিতরে থাকা মোট ২১, ১১, ৮০০ টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারউপর , দুষ্কৃতীরা আগুন লাগার পরেই সেখান থেকে পালিয়ে যায়।
এটিএমটি পরিচালনার দায়িত্বে থাকা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার জন্য পুলিশ একটি এফআইআর দায় করেছে। তার ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৫৭ ধারা, ৩৮০ ধারা এবং ৪২৭ ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
ঠিক একই রকমের ঘটনা ঘটেছিল শিলিগুড়ির মাটিগাড়া থানার শিব মন্দির এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। দুষ্কৃতীদের একটি দল একই ভাবে গ্যাস কাটার দিয়ে এটিএম থেকে টাকা লুঠ করার সময় অগ্নিকান্ড ঘটে |