নিউজ ডেস্ক: মাতৃহারা হলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষে। এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে দুঃসংবাদ দিলেন তিনি। খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন তাঁর মা। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তাঁকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের চেষ্টার পরেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "আর কী কখনও কবে, এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা… ভাল থেকো মাগো!!"