নিউজ ডেস্ক: সোমবার দুপুরে ব্যারাকপুরে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের ডাক দিয়েছিল। কিন্তু ব্যারাকপুরের লালকুঠির কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। জানা গিয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। এদিকে জানা যাচ্ছে, আগে থেকেই প্রস্তুত রাখা ছিল জলকামান। সেই জলকামান ব্যবহার করে মিছিলের ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় পুলিশের তরফে। যারপর বিজেপির এই মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ব্যারাকপুরে। শুধু জলকামান নয়, লাঠিচার্জ করার অভিযোগ ওঠে।
প্রসঙ্গত উল্লেখ্য, সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল শুরুর আগে ব্যারাকপুরে একটি বাসের বনেটের উপর থেকে বোমা উদ্ধার হয় যার কারণে একেই উত্তপ্ত ছিল পরিবেশ এদিকে আবার পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকাতেই পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যায়।