নিজস্ব সংবাদদাতা: ফের চন্দননগর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য,সিসি ক্যামেরা বন্ধ করে লকার থেকে সোনা গায়েব!বারো দিন পর দীঘা থেকে গ্রেফতার উত্তরপাড়ায় বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারীর সংস্থার ম্যানেজার।
উত্তরপাড়ার জে কে স্ট্রীটের একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে গত ২৯ ডিসেম্বর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় সংস্থার পক্ষ থেকে।অডিটে গড়মিল ধরা পরায় লিখিত অভিযোগ করা হয়।বলা হয় কোটি টাকার সোবার হিসাব মিলছে না। এরপর থেকে হাওড়ার মালি পাঁচঘরার বাসিন্দা ওই সংস্থার ম্যানেজার সঞ্জিব দত্ত পলাতক ছিলেন।পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও খোঁজ পায়নি।
অবশেষে একটি ফোন কলই ধরিয়ে দিল ম্যানেজারকে। পুলিশ সূত্রের খবর,পালানোর পর থেকে ম্যানেজারের মোবাইলটি বন্ধ ছিল।তবে সেই মোবাইলের একটি কলের সূত্র ধরে ক্লু পাওয়া যায়, ম্যানেজার দীঘার কোনো হোটেলে আছেন জানা যায়।এরপরই তৎপর হয় উত্তরপাড়া থানার পুলিশ।একটি টিম গঠন করে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় উত্তরপাড়া থানার পুলিশ।মোবাইল এর সূত্র ধরে যাওয়া হলেও নির্দিষ্ট একটি হোটেলে খোঁজ পাওয়া যায় নি অভিযুক্তের।এরপর দীঘার একাধিক হোটেলে তল্লাসী চালিয়ে আজ সকালে সঞ্জীব দত্তকে গ্রেফতার করে পুলিশ। বিকালে উত্তরপাড়া থানায় নিয়ে আসে।স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।আগামীকাল শ্রীরামপুর কোর্টে পেশ করা হবে।