নিউজ ডেস্ক : আগামী ২৬ শে জানুয়ারি রাজ্যে, জিআই ট্যাগ পাওয়া দার্জিলিংয়ের চা থেকে রাজ্যের টাঙ্গাইল, কোরিয়াল, গরদ শাড়ি বা সুন্দরবনের মৌবান মধু এবার সবার সামনে নিয়ে আসা হবে সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজ অনুষ্ঠানে। সেই পণ্যগুলির কাটআউট নিয়ে হাঁটবেন সংশ্লিষ্ট এলাকার কর্মীরা। ডোকরা শিল্পী থেকে জয়নগরের মোয়ার কারিগরদেরও পথে যোগ দেবেন বলে জানা গেছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের পক্ষ থেকে যোগযোগ করা হয়েছে। এখনও পর্যন্ত বাংলার ২৭টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। প্রসঙ্গত, প্রত্যেক বছরই ২৬ জানুয়ারি রেড রোডে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ২০২৩ সালে রেড রোডে দুর্গাপুজো নিয়ে বিশেষ ট্যাবলো সামনে আনা হয়েছিল। এর পাশাপাশি ছৌ নাচ, বাউল গান, জঙ্গলমহলের শিল্পীদের অনুষ্ঠান দেখা যায়।