নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তার মাঝেই, পার্টি থেকে হাসপাতালে নিয়ে যেতে হলো ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাডিলেডে গভীর রাতে একটি পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। হঠাৎই সেখান থেকে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার দ্য টেলিগ্রাফের সূত্র অনুযায়ী, পার্টিতে অতিরিক্ত মদ্যপানের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে হাসপাতালে নিতে হয়। যদিও অসুস্থতার কোনও কারণ নিশ্চিত করা হয়নি।