নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালে এবার বাংলা ছাড়া অন্য রাজ্য থেকে রোগীরা চিকিৎসার জন্য এলে আধার কার্ড দেখাতে হবে। তবেই মিলবে চিকিৎসা। সাফ জানিয়ে দিলো স্বাস্থ্য দফতর। তবে আরও জানা গিয়েছে যে রেফার প্রেসক্রিপশন’কে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু অন্য রাজ্য থেকে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন কিনা সেই বিষয়টি এখন স্বাস্থ্য ভবনের হাসপাতাল প্রশাসন বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা করে দেখছেন।
সরা ভারতে একমাত্র বাংলায় ভিন রাজ্য থেকে আসা রোগীর চিকিৎসা করা হয় বিনামূল্যে। তার জন্য সুযোগ পায়নাএই রাজ্যের গরিব মানুষজন। তাই সরকারি হাসপাতালগুলিতে চাপ ঠেকাতেই এবার নয়া ফরমান জারি করেছে স্বাস্থ্য ভবন। ২০২৪ সালের শুরুতেই এই নিয়ম চালু করতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
এ বিষয় স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ বলেন, "দেশের মধ্যে একমাত্র বাংলায় সরকারি হাসপাতালে মাত্র ২ টাকার টিকিট কেটে হার্ট, সেলিব্রাল অ্যাটাক, অস্ত্রোপচার–সহ সব চিকিৎসা করা যায়। তাই রাজ্যের রোগীদের স্বার্থে নতুন নিয়ম চালু হবে। সবটা দেখবে রাজ্য সরকার।’ এছাড়া এবার অন্য দেশ থেকে রোগীরা চিকিৎসা করাতে এলে সংশ্লিষ্ট দেশের হাই কমিশন থেকে প্রাপ্ত ছাড়পত্র খতিয়ে দেখা হবে।"