'ভিক্ষা বৃত্তি মুক্ত ভারত' গড়তে সমীক্ষা কেন্দ্র সরকারের


নিউজ ডেস্ক: আগামী ২০২৬ সালের মধ্যেই উত্তরে অযোধ্যা থেকে পূর্বে গুয়াহাটি এবং পশ্চিমে ত্রিম্বকেশ্বর থেকে দক্ষিণে তিরুবনন্তপুরম পর্যন্ত - কেন্দ্র ৩০টি শহরের তালিকার এই স্থানগুলিকে ভিক্ষুক মুক্ত করতে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত প্রাপ্তবয়স্ক, বিশেষ করে মহিলা এবং শিশুদের উপর একটি সার্ভে করা হবে ও ভিক্ষুক মুক্ত করবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। জানা গেছে, আগামী দুই বছরে এই তালিকায় আরও শহর যুক্ত হতে পারে। 

সূত্র অনুযায়ী, 'ভিক্ষা বৃত্তি মুক্ত ভারত' গড়তে বিভিন্ন সমীক্ষা এবং নির্দেশিকা অনুসারে পর্যবেক্ষণ নিশ্চিত করতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে একটি জাতীয় পোর্টাল এবং একটি মোবাইল অ্যাপ চালু করবে। এরপর সঠিক উপায়ে এই সার্ভে করে নির্বাচিত শহরগুলির কর্তৃপক্ষকেও মোবাইল অ্যাপে আপডেট করতে হবে সমস্ত নাম ও নথি। প্রাথমিক পর্যায়ে, অযোধ্যা, কাংড়া, ওমকারেশ্বর, উজ্জয়িন, সোমনাথ, পাভাগড়, ত্রিম্বকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি এবং মাদুরাই- এই ১০টি ধর্মীয় স্থানে ভিক্ষুকদের উপর সার্ভে করার বিষয়টি ফোকাস করা হবে। এছাড়াও পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রী নগর, নামসাই, কুশিনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, তিরুবনন্তপুরম এবং পুদুচেরি। পাশাপাশি অমৃতসর, উদয়পুর, ওয়ারাঙ্গল, কটক, ইন্দোর, কোঝিকোড়, মাইসুরু, পঞ্চকুলা, সিমলা, তেজপুর ঐতিহাসিক শহরের তালিকায় রয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন