নিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাসের গোড়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে এসেছে। তা নিয়ে আপত্তি রয়েছে বহু শিক্ষকের। এর পাশাপাশি, মাদ্রাসা শিক্ষা পর্ষদের দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষাও এগিযে আনা হয়েছে। এই বিষয়ও রাজ্যের একাধিক শিক্ষক সমিতি শিক্ষা দফতরে চিঠি লিখেছেন। তাঁদের দাবি, পড়ুয়ারা জীবনের এই প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। ফলে, পরীক্ষা ৯.৪৫ মিনিট অর্থাৎ অফিস টাইমের পরিবর্তে ১১.৪৫ এ শুরু হলেই ভাল হয়।
যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকের পরীক্ষার সময়ও একইভাবে এগিয়ে আনা হয়েছে। তবে দ্বাদশের বোর্ড পরীক্ষার সময় এগিয়ে আসায় আশায় একই দিনে বহু স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথমার্ধে হয়ে গেলে একই দিনে দ্বিতীয়ার্ধে একাদশের বার্ষিক পরীক্ষা করে নিতে চায় বহু স্কুল।