নিউজ ডেস্ক : আবারও অবনতি হলো মদন মিত্রের শরীর। এবারে আবার কোমরের হাড়ে চিড় ধরেছে। জানা গিয়েছে, মেরদণ্ডের নীচের হাড়ে এই চিড় ধরেছে। শুধু তাই নয়, মদনের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও অনেকটা কমে গিয়েছিলো যার জন্য কিছুদিন আগে তিনি ভর্তি হয়েছিলেন মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু এখনো সেভাবে উন্নতি হয়নি তাঁর শারীরিক অবস্থা। এর আগেও গত ডিসেম্বর মাসে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এসএসকেএম(SSKM) এ ভরতি হয়েছিলেন তিনি।
নিউমোনিযায় আক্রান্ত অবস্থায় হাসপাতালের বেড থেকে হঠাৎ নীচে পড়ে যান মদন মিত্র। তার জেরেই বিধায়কের কাঁধের হাড় ভেঙে যায়গত বছরেই ও অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরে আবার পরিবারের অভিযোগ, হাসপাতালে তাঁর হাতে যে প্লেট বসানো হয়েছিল তার স্ক্রু খুলে গিয়েছে। এমনকী হাতে আরও একটি হাড় ভাঙা থাকলেও সেটিকে জোড়েনি SSKM।
এই সবের মাঝে মদন মিত্র খুবই দুর্বল হয়ে পড়েন ও এখন আবার তাঁর কোমরের হাড়ে চিড় ধরে। পরিবারের দাবি, সেই চিড় খেয়াল করেনি এসএসকেএম-এর চিকিৎসকরা। তবে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পরীক্ষা করে দেখা যায়, মদন মিত্রের কোমরের হাড়ে চিড় ধরেছে।