নিউজ ডেস্ক: এবার আইনি জটিলতায় পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তাঁর সঙ্গী মিহির দিবাকর। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি হাইকোর্টে ধোনির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন মিহির দিবাকর নামের দেশের প্রাক্তন ক্রিকেটার।
কিছু দিন আগেই ধোনি তাঁর প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকরের কোম্পানি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা করেছিলেন। জানা গিয়েছিল যে, অন্তত ১৫ কোটি টাকা ধোনির বকেয়া রয়েছে সেই কোম্পানির। বারবার দিবাকরকে ওই বাকি অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলা হলে তিনি কোনো গা করেননা। এদিকে ধোনির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে মানহানির মামলা করেছেন মিহির দিবাকর। সূত্র অনুযায়ী, এই মামলার শুনানি হবে ১৮ জানুয়ারি।
প্রসঙ্গত উল্লেখ্য,২০১৭ সালে একটি অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চুক্তির শর্তগুলি একেবারে মানেননি মিহির দিবাকর এবং সৌম্যা। বারবার 'আইনি নোটিশ' পাঠানো সত্ত্বেও, দেওয়া হয়নি কোনও গুরুত্ব। অবশেষে ২০২৪ এর শুরুতেই এই মামলা দায় করেন ধোনি।