অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন মহেন্দ্র সিং ধোনি


নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে মেতে রয়েছে সারা ভারতবর্ষ। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রথম দিনেই উপস্থিত থাকবেন বহু তারকা সহ, নেতা-মন্ত্রী আরও অনেকে। তাঁর মধ্যেই সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল অর্থাৎ সোমবার রাম মন্দিরের আমন্ত্রণপত্র হাতে পান মহেন্দ্র সিং ধোনি।  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তা ধনঞ্জয় সিংহ নিজে উপস্থিত ছিলেন ও ধোনিকে আমন্ত্রণ পত্র দিয়ে আসেন ২২ জানুয়ারির অনুষ্ঠানের জন্য।

 উল্লেখ্য যে, শুধু ধোনিই নয়, কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানের জন্য। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলিউড তারকা। শুধু অযোধ্যায় নয় রাম মন্দির উদ্বোধন নিয়ে এই রাজ্যে বিজেপির উদ্দীপনা চোখে পড়ার মতো।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন