নিউজ ডেস্ক: ব্রিগেড সম্মেলনের আগে শনিবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখা করেন কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ডিওয়াইএফআই বিভিন্ন নেতৃত্ব। সূত্র অনুযায়ী, ব্রিগেডের জন্য বার্তা নিতেই বুদ্ধদেব বাবুর বাড়িতে যান তাঁরা।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী জানান, “আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংগঠনে আমরা এখন যুক্ত। মেহনতি মানুষের আশা ভরসা বুদ্ধবাবুর সঙ্গে দেখা করলাম। আমাদের পূর্বসূরির কাছে আগামীকালের ব্রিগেডে আমাদের দাবি-দাওয়ার কথা জানিয়েছি। উনি শুনেছেন। অভিনন্দন জানিয়েছেন। উনি বলেছেন, ৫০ দিন ধরে চলা ইনসাফ যাত্রার বড় হল্ট ব্রিগেড। ব্রিগেড খুব ভাল হবে বলে আশা করেছেন তিনি।”
এছাড়াও বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য জানান, “কাল যা হবে তা সবাই মিলে কামনা করছি বড় মাপের একটা সমাবেশ হবে।” তিনি আরো যোগ করেন, “বুদ্ধবাবু আমাদের অনুপ্রেরণা দেন, সাহস জোগান। কালকের ব্রিগেড বড় ব্রিগেড ও ভালো ব্রিগেড হবে বলেছেন। এটা আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণা ও সাহস।”