নিউজ ডেস্ক: বামপন্থীদের ব্রিগেড আর প্রাক্তন মুখমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত থাকবেন না! তা কি হয়। কিন্তু এখনও তিনি বিছানায় শয্যাশায়ী। তাও তাঁর বার্তা ঠিক পৌঁছে গিয়েছে ব্রিগেড শিবিরে। তিনি উপস্থিত না থাকলেও ব্রিগেডে তরুণ-তুর্কিদের ডাক সরা দিয়েছে বহু মানুষ। আর সেই মানুষদের উদ্দেশ্যেই বার্তা পাঠিয়েছেন বুদ্ধদেববাবু।
ব্রিগেডের শেষলগ্নে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় জানান শনিবার বিকেলে তিনি গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। সেখানেই সামর্থকদের জন্য মীনাক্ষী পাঠ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন। তিনি বলেছেন, "যেখানে ডাক পড়ে, জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত" বুদ্ধবাবু ব্রিগেডে সেই বার্তাই দিয়েছেন তাঁদের বলে জানালেন তিনি।