নিজস্ব সংবাদদাতা: ৭ই জানুয়ারি পুলিশের অনুমতি ছাড়াই ডানকুনিতে বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে বিজেপি-পুলিশ খন্ডযুদ্ধের ঘটনায় ৬ জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।
এদিন সকালে প্রথমে ডানকুনি হাউসিং মোড় এলাকা পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এর পরই শুরু হয় ধরপাকড়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাজে বাঁধা দেওয়া সহ একাধিক অভিযোগে এখন পর্যন্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অর্ণব ঘোষ সহ প্রায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে আরও ধরপাকড় চলবে বলে জানা গেছে। আগামীকাল ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে ।