CHANDANNAGAR: এবার একসঙ্গে ৪৫ টি থানার ওসি বদল ; চন্দননগর থানার পুলিশেও রদবদল

  


নিউজ ডেস্ক: কলকাতা পুলিশ সহ চন্দননগর, শ্রীরামপুর পুলিশে বড়সড় রদবদল দেখা দিলো লোকসভা নির্বাচনের আগে। কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি (DG) পদে নিযুক্ত হয়েছিলেন রাজীব কুমার। তারপরেই ইন্সপেক্টর থেকে শুরু করে ওসি পদগুলির রদবদল করল লালবাজার থানা। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ দাবি করে যে এটা রুটিন বদলি। কাজেই বিনা কারণে এমন করা হয়েছে। শুধু এই বছর নয়, গত বছরেও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পদে রদবদল দেখা যায়।

সূত্র অনুযায়ী, কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করার পাশাপাশি ৪৫টি থানার ওসি পদে রদবদল ও করা হয়েছে। এছাড়াও শ্রীরামপুর, চন্দননগর সহ আরও অনেক জেলায় পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেও হুগলি জেলায় বড় মাপের রদবদল হয়। যুগ্ম পুলিশ কমিশনারকে সিআইডি তে (CID) বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকেও গোয়েন্দা বিভাগে বদলি করা হয় ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন