Chanditala: কৃষ্ণপুর দক্ষিণপাড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে চুরি, অধরা দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা: বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে চুরি, অধরা দুষ্কৃতীরা। ঘটনা চন্ডীতলা থানার কৃষ্ণপুর দক্ষিণ পাড়ার। 

স্ত্রী মালেখা বেগমকে নিয়ে সেলিম মল্লিকের পরিবার থাকতেন এই বাড়িতে‌। পারিবারিক বিবাদে সেলিমের স্ত্রীর নামে থানায় মারধরের অভিযোগ হওয়ায় গত ১০ই নভেম্বর থেকে ঘরছাড়া ছিল মালেখা বেগম। কোর্ট থেকে জামিন নিয়ে আজ ঘরে প্রবেশ করলে দেখেন বাড়ির আসবাবপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে, দরজা-জানলা ভাঙা, আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ অর্থ উধাও।

তারপরেই চন্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেলিমের পরিবার। পরে গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে চন্ডীতলা থানার পুলিশ। মালেখা বেগমের দাবি এই চুরিতে তার আত্মীয়দের মধ্যে কেউ জড়িত আছে । তাদের নামেই অভিযোগ করা হয়েছে, এখনো অধরা দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপুর দক্ষিণপাড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন