নিউজ ডেস্ক: রাজ্যে পুরো এক বছরের পর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। যা গত এক বছরে সবথেকে বেশি। এর ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০০-র গন্ডি পার করলো। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহে কোভিড সংক্রমণের এই গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হতে পারে। তবে এটাও জানাচ্ছেন যে, স্বাস্থ্যবানদের মধ্যে সংক্রমণ ততটাও মারাত্মক আকার ধারণ করবে না। কিন্তু তাও সাবধানে থাকায় ভালো। তবে এই সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা বেশি নেই বললেই চলে।
উল্লেখ্য যে, প্রায় এক বছরের মত রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ দশের নীচে ছিল। তবে, গত ডিসেম্বরের ২৮ তারিখ রাজ্যে দৈনিক কোভিড সংখ্যা আবার দশের গন্ডি পার করে। এবারে আবার একলাফে সেই সংখ্যাটা পৌঁছে যায় ২৭-এ। যারফলে রাজ্য়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১৩। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে যে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী।