নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে রেকর্ড গোড়লো ভারতীয় ক্রিকেট দল। বহু বছর ধরে ভারতীয় দল কোনো সিরিজ জেতেনি দক্ষিণ আফ্রিকায়। এবারে দুই ম্যাচের সিরিজ ভারতের সামনে সুযোগ ছিল ইতিহাস বদলানোর। তবে প্রথম ম্যাচে হেরে যায় ভারত ও আবার সেই আশা নিভে যায়। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করে রোহিত শর্মার দল দ্বিতীয় ম্যাচে জয়ী হয় ও সিরিজ ড্র করে।
যদিও এই সিরিজটা ব্যাটার হিসেবে খুব ভালো যায়নি রোহিত শর্মার। অনেকেই মনে করছেন বিশ্বকাপ হারের শোক এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু এই সিরিজ ড্র এর পর অধিনায়ক হিসেবে তিনি প্রশংসিত হচ্ছেন। সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করে ও দুর্দান্ত ফিল্ড সেট করে সাফল্য পেয়েছেন তিনি।
এদিন প্রথমে টস জিতে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ও মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায়। এর পর ভারত ব্যাটিং করতে এসে ১৫৩ রান বানায় ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান বানিয়ে ভারতকে ৭৯ রানের টার্গেট দেয়। যা ভারত ৭ উইকেটে জিতে যায়।