নিউজ ডেস্কঃ
ভারত ও আফগানিস্থানে তিন ম্য়াচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেতে জয় ভারতের। বৃহস্পতিবার
ভারত টস জিতে বলিং করার সিধান্ত নেয় ও আফগানিস্তানকে পাঁচ উইকেটে ১৫৮ রানে আটকে দেয়।
জবাবে ভারত ১৫ বল হাতে রেখেই ম্য়াচ জিতে জায়।
এদিন আফগানিস্থানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিমের ওপেনিং জুটিতে আফগানরা আট ওভারে
৫০ রান করেছিল।এদিকে ভারতের তরফ থেকে মুকেশ কুমার ও অক্ষর নেন দু'টি করে উইকেট নেয়।
এক উইকেট পায় শিবমও । ব্য়াটে ভর করে আফগানরা
পাঁচ উইকেটে ১৫৮ রান তোলে ২০ ওভারে।
দ্বিতীয় ইন্নিংসে
ভারত ব্যাটিং করতে নেমে ক্যাপটেন রোহিত মাত্র
২ বলে ০ রানে রানআউট হয়ে যান। এরপর শুভমন গিল ১২ বলে ২৩ রান করে আউট হয়ে যান। এরপর
মিডল অর্ডারে শিবম ৪০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। মারেন পাঁচটি চার ও দু'টি
ছয়। শিবমকে দারুণ সঙ্গ দেন জীতেশ শর্মা ২০ বলে ৩১ ও রিঙ্কু সিং ৯ বলে অপরাজিত ১৬। ফলে
ভারত ১৫ বল হাতে রেখেই ম্য়াচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে জায়।