নিউজ ডেস্ক: দীর্ঘ এক বছর পর ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ ফিরেছেন ভারতের নেটে। ২০২২ সালে বছরের শেষ দিনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে গত আইপিএল, এশিয়া কাপ এবং বিশ্বকাপেও দেখা যায়নি তাকে। গত কয়েক মাস ধরে জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন পন্থ। এবং আইপিএলের নিলামেও দেখা গিয়েছে তাঁকে। এখন নেটেও ব্যাটিং করতে দেখা যাচ্ছে তরুণ ক্রিকেটারকে। জানা যাচ্ছে নেটে দীর্ঘ ২০ মিনিট সময় মতো ব্যাটিং করছেন দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটার। এমনকী বেঙ্গালুরুতে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের সঙ্গেও ভালো মেজাজে দেখা গেল তাকে।