নিউজ ডেস্ক: ভারতে স্পিন সহায়ক পিচ ভারত ম্যাচ হেরে যাবে, সেই প্রত্যাশা কেউ করেনি। চার দিনেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। ২৮ রানে হার মুখোমুখি হতে হলো ভারতকে।
প্রথম দিন ইংল্যান্ড টস জিতে ব্যাটিং করতে নাম ও ভারতীয় স্পিনারদের সামনে ২৪৬ রান করে। যার জবাবে, ভারত ৪৩৬ রানের স্কোর দাঁড় করে। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ও ৪২০ রান করে ভারতকে ২৩১ রানের টার্গেট দায়। যা চাষে করতে নেমে ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইনআপ। যদিও মাঝে কে এস ভরত ও অশ্বিন কিছুটা আসার আলো দেখায় তবে শেষ পর্যন্ত টম হার্টলের ৭ উইকেটের সামনে পরাজিত হয় ভারত। ও ইংল্যান্ড ২৮ রানে ম্যাচ জিতে সিরিজ ১-০ লিড নিয়ে নেয়।
Tags
India