নিউজ ডেস্ক: ২০টি দলকে নিয়ে এবারে ১ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এর আগের সংস্করণে ১৬টা দল নিয়ে হয়েছিল এই বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন য়ুক্তরাষ্ট্র মিলিয়ে। যদিও ভারতের, ক্যারিবিয়ানের পিচ চেনা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওতো তাও চেনা নয়। আর তার উপর সেখানে রয়েছে বেসবল খেলার গ্রাউন্ড। যার কাঠামো ক্রিকেট স্টেডিয়াম এর থেকে অনেক আলাদা। ১ জুন থেকে ২৯ জুন চলবে এই টি-২০ বিশ্বকাপ। এবং এই ফাইনাল ম্যাচ আয়োজিত হবে বার্বাডোসে। প্রথম সেমিফাইনালটা আয়োজিত হবে গুয়ানাতে। দ্বিতীয় সেমিফাইনাল আয়োজিত হবে ত্রিনিদাদে। সব মিলিয়ে মোট ৯টা ভেনু তে আয়োজিত হবে ৫৫টা ম্যাচ।
• জেনে নিন কোন গ্রুপে কোন দল রয়েছে -
গ্রুপ A- ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ B- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান
গ্রুপ C- নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি
গ্রুপ D- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, বাংলাদেশ, নেপাল
• এবার জানুন ভারতের ম্যাচের তারিখগুলি -
৫ জুন ভারত বনাম আয়ারল্য়ান্ড
৯ জুন ভারত বনাম পাকিস্তান
১২ জুন ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
১৫ জুন ভারত বনাম কানাডা।