নিজস্ব সংবাদদাতা: বেতন বৃদ্ধি , পে স্লিপ, PF সহ একাধিক দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। এদিন ডানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চাকন্দিতে একটি গোডাউনে সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
শ্রমিক নেতা শেখ আনামত আলীর অভিযোগ দীর্ঘ ৫ থেকে ৭ বছর ধরে তারা এই গোডাউনে কাজ করছেন অথচ সরকারের নিয়ম মেনে পর্যাপ্ত বেতন দেওয়া হয় না। পাশাপাশি দীর্ঘদিন ধরে পিএফ এর টাকাও জমা দেওয়া হচ্ছে না। বারবার ম্যানেজমেন্টকে জানিয়েও কোন সুরাহা হয়নি।
তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। পরে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। এই গোডাউনে প্রায় ৩৫০ শ্রমিক কাজ করেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে হুশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এ বিষয়ে ম্যানেজমেন্টের কোন প্রতিক্রিয়া মেলেনি।