নিজস্ব সংবাদদাতা: বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি সহ দুজনকে আটক করল ডানকুনি থানার পুলিশ।
এদিন সন্ধ্যায় ডানকুনির হাউজিংয়ের কাছে জাতীয় সড়কে ভিন্ন রাজ্যের একটি বাসে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ। ঘটনায় বাস চালক সহ খালাসিকে আটক করা হয়েছে। আগামীকাল তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগে ডানকুনির দিল্লী রোড থেকে সিমেন্টের গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা, তারপর নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল উদ্ধার করে CID ও STF তারপর থেকেই নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রতিদিনই চলছে নাকা চেকিং ও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভও।