নিজস্ব সংবাদদাতা: গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু গ্রেফতার স্বামী। ঘটনা ডানকুনি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হিমনগরের ক্ষুদিরাম বসু পল্লী এলাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকেই স্ত্রী অর্চনা কুমারী সঙ্গে ঝগড়া হয় স্বামী রাহুল কুমার রায়ের। তুমুল বচসার পর সন্ধ্যার দিকে কারো কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখে অর্চনা কুমারী মৃত অবস্থায় পড়ে রয়েছে।
খবর দেওয়া হয় ডানকুনি থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় ইতিমধ্যে স্বামী রাহুল কুমার রায়কে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।