নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটক করে চলছে ট্রাক চালকদের আন্দোলন। শুধু তাই নয়, জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে চলছে এই অবরোধ। এর ফলে, লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক যানবাহনl
হুগলির দুুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে এমন প্রতিবাদ-বিক্ষোভের ফলে বহু সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। এমনকি দুর্গাপুরের দিকে যাওয়া বাস গাড়ি ও আটকে গিয়েছিলো এই বিক্ষোভে।
যদিও ঘটনাস্থলে পুলিশ সহ ট্র্যাফিক পুলিশের আধিকারিকরাও এসে দ্রুত উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি খুব বদলায়নি। বরং কিছুক্ষণ পর জাতীয় সড়কের উপর ওই অবরোধের তীব্রতা আরও বেড়ে যায় ও আবার নাজেহাল হয়ে পড়েন সাধারণ মানুষরাl
পুলিশ আটক করতে গেলে, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও করা হয়l পাশাপাশি পুলিশও নাকি লাঠি চার্চ করে এমন দাবি ওঠে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সব মিলিয়ে রবিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।