DANKUNI - পরিবেশ কর্মীদের ডানকুনি খাল পরিদর্শন


নিউজ ডেস্ক: সেখ আব্দুল আলীম সম্প্রতি প্রায় ১৮ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছে ডানকুনি খাল। সংস্কারের আগে ডানকুনি খালের পাড়ের শ-চারেক খাটালের গরু মোষের বর্জ্য পড়ে খাল প্রায় বুজে গিয়েছিল। খালের উপর চড়ে বেড়াত গরু ছাগল। কিন্তু প্রশাসনের উদ্যোগে খাল সংস্কারের পরে ফিরে আসে টলটলে জল।জোয়ার ভাঁটা। দেখা পাওয়া যায় বিরল হয়ে ওঠা দেশীয় মাছ, গেঁড়ি গুগলির। ডানকুনি পুরসভা ও বৈদ্যবাটী পুরসভার মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালের বাসিন্দারা আশায় বুক বাঁধেন,অল্প বৃষ্টিতে জমা জলের জল যন্ত্রনা থেকে মুক্তি পাবেন ভেবে। রিষড়া পঞ্চায়েত, পিয়ারপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকরা আশান্বিত হন সেচের জল পাবেন ভেবে।  কিন্তু ঐ খালে ঐ খাটালগুলো আবার গোবর ফেলে খালটির সর্বনাশ করে দিয়েছে । যা নিয়ে পূর্বাঞ্চলীয়  পরিবেশ আদালতে অভিযোগ  করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই পরিস্থতিতে এলাকার সাধারণ মানুষ ও পরিবেশকর্মী, মানবাধিকার কর্মীদের  সঙ্গে নিয়ে আজ ১২ই জানুয়ারি২০২৪ ডানকুনি খাল পরিদর্শন করা হয়। ঐ উদ্দেশ্যে  বেলা ২:৩০ মিনিটে ডানকুনির চার নম্বর ওয়ার্ড-এর আকডাঙ্গা পোলের পাশে জমায়েত করা হয়।


ডানকুনি খাল বাঁচানোর জন্য জমা হন প্রায় জনা পঞ্চাশেক পরিবেশ ও নাগরিক অধিকার কর্মীরা। পরিদর্শনকারীদের বক্তব্য, ডানকুনি খালে পূর্বাঞ্চলীয় গ্রীণ ট্রাইবুনালের আদেশ লঙ্ঘন করে খালে এখনও ফেলা হচ্ছে গোবর। এমনকি পৌর রাস্তার নীচ দিয়ে বেআইনি ভাবে পাইপ লাইন করে গোবর খালে ফেলা হচ্ছে। যার ফলে বুজে যাচ্ছে খাল। সর্বনাশ হচ্ছে প্রকৃতির। কিন্তু প্রশাসন নির্বিকার। পরিবেশ কর্মীদের দাবি, খাটাল থাকলেই গোবর হবে। হয় খাটাল উচ্ছেদ করতে হবে নতুবা গোবরের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। গোবর ফেলে খাল না বুজিয়ে গোবর থেকে জৈব সার, গোবর উৎপাদন প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। 


দ্বিতীয় প্রক্রিয়াটি হলে খাটাল থাকবে আবার কিছু মানুষের অন্নেরও সংস্থান হবে। পরিবেশও বাঁচবে। উপস্থিত ছিলেন গৌতম সরকার শেখ মাবুদ আলী ইদ্রিস আলী নবাব হোসেন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন