Dankuni-তে হিন্দু নব দম্পতিকে রামলালার বাঁধানো ছবি উপহার দিলেন আসরফ-মাবুদরা

নিজস্ব সংবাদদাতা: আজ দেশ জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার উন্মাদনা তুঙ্গে। বহু বছর আগে যেখানে বাবরি মসজিদ ছিল বলে বিশ্বাস করেন মুসলিমরা সেখানেই সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। 

এই আবহে ডানকুনিতে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করল আসরফরা। দু'নম্বর ওয়ার্ডের সাঁতরা পাড়ার বন্দনা সরকারের বিয়ের যাবতীয় খরচা বহন করে দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করলেন স্থানীয় কাউন্সিলর শেখ আশরাফ সহ পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী ও করীমরা। 

রামপূজো সেড়ে সন্ধ্যায় বিয়েতে হাজির নারায়ণ, জয়ন্তরা তারাও খুশি আসরফদের এই উদ্যোগ। আর্থিক অনটনের কারণে দীর্ঘদিন ধরেই মেয়ের বিয়ে দিতে পারছিলেন না বাবলু সরকার। দিনমজুরের কাজ করে কয়েক বছর আগে দুর্ঘটনার পর থেকে আর্থিক অনটনে ভুগছিল গোটা পরিবার। এই অসময়ে আসরফ-মাবুদদের পাশে পেয়ে আপ্লুত বন্দনার বাবা

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন