নিজস্ব সংবাদদাতা : বেশ কিছুদিন আগে হুগলীর ডানকুনিতে বিজেপি বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তা শুরু হতেই আটক করে দেয় সেখানকার পুলিশ। এর ফলে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জন বিজেপি কর্মীর। যারপর সেই জামিন নাকচ করে দেয় শ্রীরামপুর আদালত। উল্লেখ্য যে সেদিন গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন সেনা কর্মী মেজর ঋত্বিক পাল, অর্ণব ঘোষ, রত্নেশ সিং, রাজেশ রজক, সুরজ পিত্তি, সোমনাথ সাঁতরা।
এই বিষয় শুক্রবার বিজেপি নেতা অমিত মালব্য বলেন,"শেখ শাহজাহান, খুনি গুণ্ডা। যিনি ইডি আধিকারিকদের আক্রমণ করেছিলেন। তাকে মমতা ব্যানার্জি প্রশাসন রক্ষা করছে। কিন্তু একজন বিজেপি কর্মী এবং একজন প্রাক্তন সেনা অফিসার। যিনি বেশ কয়েকটি যুদ্ধ অঞ্চলে কাজ করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যান্য বিজেপি কর্মী সহ তাকে জেলে বন্দী করা হয়ে হয়। এটা মমতা ব্যানার্জির কাছে লজ্জার।"
প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ দাবি করে যে বিজেপির এই মিছিল সম্পূর্ণ বেআইনি ছিল । জাতীয় সড়ক অবরোধ, প্রিজন ভ্যান থেকে আটক বিজেপি কর্মীদের জোর করে ছিনিয়ে নেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া, মারধর করা ইত্যাদি নানা অভিযোগে মামলা রুজু করে ডানকুনি থানা। এই ব্যাপারে তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুই জানান, "অপরাধমূলক কাজ করলে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এখানে কে কি কাজ করেন বা করতেন সেটা মুখ্য নয়। এক্ষেত্রে ঘটনার সঙ্গে সক্রিয় যোগ দেখেই পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে জেলে গেছে। এটাকে নিয়ে রাজনীতি করার কিছু নেই।"
তবে বিজেপি কর্মীদের দাবি যে এই বাইক র্যালি করার আগে তারা পুলিশের কাছে লিখিত অনুমতি জমা দেয়। কিন্তু তা নাকচ করে দেয় সেখানকার পুলিশ। যার পরেই শুরু হয় এমন ঘটনা।