DNN Bangla-কে টার্গেট কাউন্সিলরের! প্রতিবাদে সরব পোর্টাল সাংবাদিকরা

সেখ আব্দুল আজিম, ১৬ই জানুয়ারি: DNN বাংলার পাশে west bengal news portal reporters welfare association। পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ। 

গত ৮ই জানুয়ারি ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলেরর মদতে বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে dnn bangla তারপর একই বিষয়ে খবর করে মূলস্রোতের চ্যানেল ও পেপার গুলো। খবর সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়‌। তারপরই DNN বাংলার বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর। অথচ একই খবর করায় মূলস্রোতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন অভিযোগ করেননি কাউন্সিলর‌ অর্থাৎ তার টার্গেট শুধুমাত্র ডিজিটাল মিডিয়া। DNN বাংলাকে টার্গেট কেন? প্রশ্ন তুলে এদিন বিকেলে ডানকুনি পুরসভার সামনে পোস্টার বিক্ষোভ দেখায় west bengal news portal reporters welfare association. তারপর পুরসভার চেয়ারম্যানকেও প্রশ্ন করা হয় ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন? 

পুর প্রধান হাসিনা শবনম স্বীকার করেন খবর পরিবেশনে কোন ভুল করেনি dnn bangla. পুর আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলীকে প্রশ্ন করা হলে নানান সাফাই দেওয়ার চেষ্টা করেও শেষমেশ মাথানত করে west bengal news portal reporters welfare association-র কর্মকর্তাদের কাছে। তবে এখনও প্রশ্ন একটাই তথাকথিত mainstream media বাদে বারবার বিভিন্ন জায়গায় কেন টার্গেট ডিজিটাল মিডিয়া ? 

DNN বাংলার সম্পাদক হাসিবুল মোল্লা জানান বর্তমানে যেভাবে ডিজিটাল মিডিয়াকে টার্গেট করা হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত। ডিজিটাল মিডিয়াকে বাধা দেওয়া মানে চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ করা, কারণ মূলস্রোতের চ্যানেলের সাংবাদিক বন্ধুরাও আমাদের সহকর্মী এবং আমাদের সাথে আছে তাই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা বন্ধ হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন